জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি সংস্থা। নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নের দায়িত্ব অর্পণ করে ১৯৩৫ সালে প্রতিষ্ঠা করা হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরবর্তীতে ১৯৫৪ সালে এর সাথে যুক্ত করা হয় স্যানিটেশন সেবা প্রদানের দায়িত্ব। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পরে সরকার প্রথমেই ধ্বংসপ্রাপ্ত পানি সরবরাহ ও স্যানিটেশন পদ্ধতিগুলো পুর্নবাসনে গুরুত্ব আরোপ এবং তৎপরবর্তীতে নতুন অবকাঠামো স্থাপন শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) মাধ্যমে, এরই ধারাবাহিকতায় বর্তমানকালে ওয়াসার আওতাধীন এলাকা ব্যতীত সমগ্রদেশের নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব অধিদপ্তরের উপর ন্যস্ত। বর্তমানে পল্লী এলাকায় প্রতি ৬০ জনের জন্য একটি সরকারী নিরাপদ খাবার পানির উৎস রয়েছে এবং বর্তমানে পানি সরবরাহ কভারেজ ৯০.১৫% এ উন্নীত হয়েছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নোয়াখালী জেলাধীন ২০০৮ হতে ২০২৩ সাল পর্যন্ত উন্নয়ন মূলক কাজের বিবরণ নিম্নরুপঃ
পল্লী ও পৌর এলাকায় ২৭০০০ টি বিভিন্ন প্রযুক্তির পানির উৎস স্থাপন এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২২০টি পৃথক ওয়াশ ব্লক. ৪৫৬ টি দ্বিতল এটাচড ওয়াশ ব্লক নির্মাণ এবং ৮০৫ টি টিএসপি স্থাপন এবং কমিউনিটি ও পাবলিক টয়লেট স্থাপন ১২০ টি, পাইপ লাইন স্থাপন ২০০ কি.মি, পানি শোধনাগার স্থাপন ০৬ টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ ০২ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস